Skip to main content

socretis

আদর্শ শিক্ষক কে আমার কাছে?

সক্রেটিস।

একজন শিক্ষক যিনি মানুষকে ভাবতে শেখাতে চেয়েছিলেন বলে প্রাণ দিতে হয়েছিল। বিষ খেতে হয়েছিল। এমনকি বিষ হাতে নিয়েও নিজের ঘনিষ্ঠ অনুজদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন। প্রহরী যখন বারবার এসে বলছেন, ওহে, এত কথা বোলো না, ওতে শরীর গরম হবে, বিষ কাজ করবে দেরীতে..... সক্রেটিস শান্ত গলায় বলেছিলেন, আরো বিষ বানিয়ে রাখো, অসম্পূর্ণ আলোচনা ছেড়ে আমি যাব না......

সক্রেটিস প্রশ্ন করতে শিখিয়েছিলেন। যা জানি না তাকে নয়, যা জানি তাকেই, সত্যিই কি জানি?

যতবার "অ্যাপোলজি" পড়ি, ততবার মনে হয় আবার নতুন কিছু শিখলাম। শিক্ষার্থী আর শিক্ষকের মানসিকতার আসল ধারটা কেমন হওয়া দরকার, ওর চাইতে ভালো উদাহরণ হয় তো নেই।

সক্রেটিসের অমোঘ বাণী, আমিই শ্রেষ্ঠ জ্ঞানী, কারণ আমিই জানি যে আমি কিছুই জানি না।

কী অসম্ভব সত্যি কথা। আমি জানি যে আমি কিছুই জানি না। আর সেই কথা, নিজেকে জানো।

নিজেকে জানা মানে আমাদের প্রাচ্যের মত আত্মাকে জানা না, কোনো মিস্টিক রাস্তার কথা না। স্রেফ নিজেকে জানো। আমার সীমাবদ্ধতা, ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি, চিন্তা, অনুভব, আবেগ ইত্যাদি সব মিলিয়ে নিজেকে জানাই সব চাইতে নিরাপদ আর প্রাথমিক প্রয়োজন। বাকি সব পরে।

সক্রেটিসের প্রসঙ্গ শুরু হলে শেষ করা দায় আমার পক্ষে। ইতি টানি। এত বড় শিক্ষককে মানবসভ্যতা পেয়েছিল বলে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই মহাকালের কাছে। যেন এটুকু উপলব্ধি হারিয়ে না যায় যে কিছুই জানা হয়নি। কিচ্ছু না। কিচ্ছু না।

আরো একটা কথা, খাঁটি সত্যের রাস্তায় হাঁটলে, আজও কিন্তু হেমলকই অপেক্ষা করে শেষে, কিছুই বদলায়নি তেমন। এও মনে রাখার।

 

(ছবিটা AI বানিয়ে দিল। সক্রেটিস যদি বেণারসের তীরে বসতেন, কেমন হত?)