Skip to main content


যখন তখন
যেখানে সেখানে
যার তার সাথে

একটা আচমকা কিছু হয়ে যেতে পারে
যেতেই পারে

আচমকা কিছুর উপর নির্ভর করে
   আস্থা রেখে,
      চোরাবালির আচমকা শরীরগ্রাসী
            উন্মাদ ভালোবাসাকে কুর্নিশ
                জানাতে জানাতে
                   বলে যেতে হবে
                     "সেলাম"

তুমি বলবে
  আইন কোথা?

আমি বলব,
   আচমকা

তুমি বলবে সুরক্ষা?

আমি বলব
   আচমকা

তারপর সব পোড়া শরীর
   আর এনকাউন্টারগুলো
       তোমায় আমায়
          তুষারধ্বসে নিয়ে মিলিয়ে যাবে একদিন

              আচমকা

Category