সৌরভ ভট্টাচার্য
6 December 2019
যখন তখন
যেখানে সেখানে
যার তার সাথে
একটা আচমকা কিছু হয়ে যেতে পারে
যেতেই পারে
আচমকা কিছুর উপর নির্ভর করে
আস্থা রেখে,
চোরাবালির আচমকা শরীরগ্রাসী
উন্মাদ ভালোবাসাকে কুর্নিশ
জানাতে জানাতে
বলে যেতে হবে
"সেলাম"
তুমি বলবে
আইন কোথা?
আমি বলব,
আচমকা
তুমি বলবে সুরক্ষা?
আমি বলব
আচমকা
তারপর সব পোড়া শরীর
আর এনকাউন্টারগুলো
তোমায় আমায়
তুষারধ্বসে নিয়ে মিলিয়ে যাবে একদিন
আচমকা