Skip to main content


অভিমানের ঘরের দরজা বন্ধ হোক
সে আসুক, যে জন্মালো এই গভীর রাতে
বাঁশি বাজুক আবার, 
নূপুরের রিনিরিনি শব্দের সাথে বাজুক
                          বনের মর্মর
 
আমি কান পেতে গভীর গহন আলোয়
চাঁদের আলোয় ওই কি শিখিপাখার চূড়া?
আমার হৃদিকন্দরে বৈদুর্য্যমণির আলো?
সে আসছে?
বাতাসে কি তার বনমালার গন্ধ?
শ্বাসে-প্রশ্বাসে তার বাণী, শুনি -
"আমি আছি, আছি, আছি"

Category