Skip to main content

আছে কি সম্পর্কের বিন্দুমাত্র লেশ
   তোমার মায়ের সাথে মায়ের আমার?
কি আছে সম্পর্ক বলো
   তোমার পিতার আর আমার পিতার?

কি ভাবে হলাম তবু মিলিত
   সম্পর্ক সূত্রহীণ বিচ্ছিন্ন
                   দুই প্রাণী
        তুমি আর আমি

তবু তো হয়েছি এক
   মিলেছে হৃদয়
রাঙামাটির বুকে এসে
    বৃষ্টিবারি বিন্দু যেমন
        আপনি রাঙা হয়!


(তামিল সাহিত্যের ইতিহাস বহু প্রাচীন। প্রায় দুই আড়াই হাজার বছরের সে সাহিত্য ধারা। অত্যন্ত সমৃদ্ধ ও শক্তিশালী। আমি প্রথম পড়ি, 'কুরাল'। অসামান্য সৃষ্টি বলার অপেক্ষা রাখে না। নীতি, ধর্ম আর রোমান্টিক প্রেমের এক অনবদ্য লেখা। লেখক বিশ্বের অগ্রণী মনীষীদের মধ্যে একজন - থিরুভাল্লাভুর। বহু প্রাচীন।
ক'দিন আগে চোখে পড়ল, একটা প্রায় হাজার দুই বছর আগের একটা তামিল কবিতা। প্রেমের কবিতা। বাকরুদ্ধ হলাম পড়ে। বিশেষ করে শেষ কয়েকটি লাইন।
তামিল থেকে ইংরাজী, ইংরাজী থেকে বাংলা করেছি, ভালো হয়নি হয় তো। তবু যতটুকু দেওয়া যায়।)