সৌরভ ভট্টাচার্য
30 August 2014
সারাটা গাছ বর্ষায় ভিজে
হাওয়ার সাথে খেলছে।
সামনের ছাদে তারে শুকোতে দেওয়া
সারি সারি কাপড়গুলো ভিজছে
স্কুল পালানো বাচ্চাদের মত।
যেন ওদের বাড়ির লোক
সময় করে আসতে পারে নি নিতে।
পুকুরের জলে কালো মেঘের ছায়া
কেঁপে কেঁপে উঠছে হাওয়ায়,
পাড়ে ছাতা মাথায়, হাতে ছিপ-
কে বসে?
দূরে রাস্তায় গাড়ির শব্দ, ভিজে পাখির ডাক, বর্ষার ধারার সাথে
ঠুকছে তাল।
হাওয়ার সাথে খেলছে।
সামনের ছাদে তারে শুকোতে দেওয়া
সারি সারি কাপড়গুলো ভিজছে
স্কুল পালানো বাচ্চাদের মত।
যেন ওদের বাড়ির লোক
সময় করে আসতে পারে নি নিতে।
পুকুরের জলে কালো মেঘের ছায়া
কেঁপে কেঁপে উঠছে হাওয়ায়,
পাড়ে ছাতা মাথায়, হাতে ছিপ-
কে বসে?
দূরে রাস্তায় গাড়ির শব্দ, ভিজে পাখির ডাক, বর্ষার ধারার সাথে
ঠুকছে তাল।
আমার ব্যস্ত মন কিছুক্ষণ থমকে দাঁড়াল
কাজের তাড়া ভুলে,
মনের মধ্যে কাজ পালান সুর।
কাজের তাড়া ভুলে,
মনের মধ্যে কাজ পালান সুর।
হঠাৎ রোদ উঠতেই সব পাল্টে গেল আচমকাই।
যেন সব ফাঁকিবাজ একসাথে পড়েছে ধরা,
আবার দৌড় দৌড় দৌড়।
যেন সব ফাঁকিবাজ একসাথে পড়েছে ধরা,
আবার দৌড় দৌড় দৌড়।
আমার ব্যস্তবাগীশ মন সম্বিৎ ফিরে পেল,
কড়া সুরে বলল,
অনেক হল কাব্যি, এবার ওঠো।
কড়া সুরে বলল,
অনেক হল কাব্যি, এবার ওঠো।
অগত্যা উঠতে হল
আড়চোখে দেখলাম
নীলাকাশের কোণে একটুকরো কালো মেঘ এখনো আটকে।
নীলাকাশের কোণে একটুকরো কালো মেঘ এখনো আটকে।