সৌরভ ভট্টাচার্য
19 September 2015
নদীর সাথে ঘুরে ঘুরে কথা বলেছি
পাথরের গায়ে ছবি এঁকেছি রামধনু দিয়ে
সমুদ্রকে দাওয়ায় বসিয়ে ভাতের হাঁড়ি চাপিয়েছি
আশ্চর্য্য লেগেছে মাঝরাতে ঝিঁঝিঁ পোকার ডাক,
এক আকাশ তারার নীচে, ঝোঁপে।
খাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে চাঁদ
কলঙ্কগুলো গলে গলে তৈরী করছে ঝরণা
জলের ভিতর কান পেতে শুনি শিকড়ের খোঁজ
হাড়ে মজ্জায় লাগছে বালির ঝড়, ঝাড়বাতিতে লাগিয়ে কাঁপন
নৌকার হালে আজ বসে আছি একা
(ছবিঃ সুমন দাস)