Skip to main content
বাঁচার মানে খুঁজতে যাইনি বইয়ের পাতায়
পেয়েছি মানে
 
হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, দেখতে গিয়ে

মারণ ব্যাধি ধরেছে যাকে
চিকিৎসকের নিদান দেওয়া দিনের ঝুলি
 
সে বারান্দাতে গুলি খেলছে বাচ্চা নিয়ে
কাঁধে সংসার, অসম যুদ্ধে প্রতিদ্বন্দ্বী

মরণের সব ভয়ের ফিকির মিথ্যা করে
                বাঁচার টানে

পানাসক্ত স্বামী এখন রোগাক্রান্ত অকাল বৃদ্ধ
স্ত্রী বসছে চায়ের দোকানে ঘুগনি নিয়ে
"খেয়ে দেখুন টাটকা ঘুগনি, দেখুনই না "
চোখের কোলে জল জমানো কালের বাঁধে

ও বাঁচতে বলছে, বিনা অভিযোগে, শক্ত হাতে

কিশোর, তবু ব্যর্থ প্রেমিক। জ্বালা পোড়ানো অভিমানে। 
বাবা-মাকে দুমড়ে ছুটল মরণপানে

তবু 
সে বাবা সাড়ে দশটার লোকাল ধরেন রোজ সকালে,
 
মা পৌনে এগারোটায় রিকশায় যান হাসপাতালে
 
  যান প্রতিবেশীর নাতির অন্নপ্রাশনেও, হাসি মুখে

বাঁচতে বাধ্য করছে সবাই, জোরের সাথে
   বাঁচার মধ্যে বাঁচার তাগিদ
      খুঁজতে হয় না, আছেই আছে


Category