সৌরভ ভট্টাচার্য
16 July 2018
তুমি মিথ্যাবাদী নও
তুমি প্রবঞ্চক
তোমার প্রতিটা কথা অক্ষরগত সত্য
হৃদয়গত সত্য কি?
তুমি যেদিন ফুল চেয়েছিলে
সেদিন আমার বাগানে ছিল
একটি মাত্র লাল গোলাপ ফুটে
তুমি জানতে,
তবু দিলাম,
তোমার করুণ চোখের মিথ্যা কাতরতায় ভুলে
আমি যা দিয়েছিলাম তা নিতান্তই ফুল
তুমি প্রচার করলে, 'লাল গোলাপ' বলে
জাগতিক চোখে দুই সত্য
অন্তর্যামী হাসলেন আমার
নীরব রইলাম
তোমার কুয়াশাঘেরা আবিলতা দেখে