Skip to main content


তুমি মিথ্যাবাদী নও
তুমি প্রবঞ্চক 
তোমার প্রতিটা কথা অক্ষরগত সত্য
    হৃদয়গত সত্য কি?

তুমি যেদিন ফুল চেয়েছিলে
  সেদিন আমার বাগানে ছিল 
     একটি মাত্র লাল গোলাপ ফুটে
তুমি জানতে,
  তবু দিলাম, 
   তোমার করুণ চোখের মিথ্যা কাতরতায় ভুলে

আমি যা দিয়েছিলাম তা নিতান্তই ফুল
   তুমি প্রচার করলে, 'লাল গোলাপ' বলে
    জাগতিক চোখে দুই সত্য 
   অন্তর্যামী হাসলেন আমার
       নীরব রইলাম 
         তোমার কুয়াশাঘেরা আবিলতা দেখে

Category