সৌরভ ভট্টাচার্য
1 October 2014
সারাদিন চলছে অভিনয়।
মহড়ার সাথেই ঘটে যাচ্ছে মূল অভিনয়।
কোনোটার জন্য বাহবা
তো কোনোটার জন্য অনুশোচনা।
সংলাপের ভুল, ভুল সিনে ভুল সময়ে প্রবেশ
এরকম আরো অনেক ভুল।
ড্রপসিন তো নেই যে পালাব,
তাই জোটে অপমান, তিরস্কার, ব্যঙ্গ
আরো কত কি!
জানি ওরাও করছে অভিনয়,
হয়তো আসলে আমায় গলা টিপে মারতে চাইছে বা গুলি করে দিতে চাইছে বা ফাঁসি
কিন্তু তা না করে-
কয়েকটা গালাগাল করল বা চড় মারল।
সেও তো অভিনয়,
নয় কি!
তা হলে অভিনয়টাই চলুক,
আসলটা থাক না আড়ালে।