সৌরভ ভট্টাচার্য
16 September 2014
বুকের মধ্যে একফালি হৃদয়
আমার মুখের দিকে তাকিয়ে,
অভিমানের সুরে জিজ্ঞাসা করল-
"বাইরে কেন?"
আমার মুখের দিকে তাকিয়ে,
অভিমানের সুরে জিজ্ঞাসা করল-
"বাইরে কেন?"
চুপ করে থাকলাম।
ভাবলাম বলি যে-
কি হবে ফিরে?
তুমি যে ভাবে রাতের ঘুম কেড়েছ
পাগল করেছ আমার দিনকে!
আমি তাই পালিয়ে, তোমার থেকে দূরে।
কি হবে ফিরে?
তুমি যে ভাবে রাতের ঘুম কেড়েছ
পাগল করেছ আমার দিনকে!
আমি তাই পালিয়ে, তোমার থেকে দূরে।
পারলাম না বলতে।
শুধু বললাম ওর মুখের দিকে তাকিয়ে-
আসছি একটু পরে।
আসছি একটু পরে।