Skip to main content

এমন কাজল কালো

অন্ধকারে দাঁড়িয়ে

কি খোঁজো তুমি

 

অভিমানী?

আমি খুঁজি

আমারই হাতে নষ্ট হওয়া ভূমি