সৌরভ ভট্টাচার্য
15 October 2015
অনেক ধূলোবালি এক জায়গায় জড়ো করলে,
নিষ্ঠা নিয়ে।
ভাবলে তার মাথায় হবে
একটা কৃষ্ণচূড়া গাছ
হল না
ধূলোবালি মাখা সারা গায়ে
নিজের হাতের আঁকিবুঁকি কাটা আস্তরণ
ভেবেছিলে ওগুলো হবে আলপনা,
কল্কা কাটা নকসা
হল না
আজ, তোমার দীর্ঘশ্বাসে ঝড় উঠেছে
ধুলোবালি ঢুকছে চোখে নাকে মুখে
তুমি চীৎকার করে ডাকছ বৃষ্টিকে
ভুলে গেলে?
বৃষ্টির ওপর তোমার পুরোনো রাগ
সে আকাশের সীমা মানে না বলে?