সৌরভ ভট্টাচার্য
28 October 2014
আমার চলা ফেরা এখন সংকীর্ণ গলিপথে,
আমার চারিদিকে ঘিরে
অভিযোগের মস্ত মস্ত পাঁচিল
কিছু পাঁচিল এ-ও-সে তুলেছে আমার দিকে
কিছু পাঁচিল আমি তুলেছি, এর-ওর-তার দিকে
আয়নার সামনেও দাঁড়াই না আজকাল
ছারপোকার মত অভিযোগ অনেক ওর দিকেও
আকাশের দিকে তাকানো হয় না
অনেক অভিযোগে ঢেকে পান্ডুর তার রঙ
পায়ের তলার অভিযোগের নুড়ি, মাটির ওপরে।
মন্দিরের দিকেও যাই না-
দরজা আড়াল করে দাঁড়িয়ে যে আমারই অভিযোগ!
কেন আমি? কেন আমি? কেন আমি?
কেন আমারই সাথে?
কেন আমারই সাথে?
কেন আমারই সাথে?
জানি সব অভিযোগ উড়ে যেতেই পারে
কালবৈশাখী ঝড়ের মত
একবুক নিশ্বাসের - এক ফুৎকারে!
খোলা মাঠে, খোলা হাওয়ায় দাঁড়িয়ে
তবু কিসের যেন অপেক্ষা
যেন চাইলেই পারি, তবু চাওয়াটাই আসছে না,
আমার নিজের ছায়ায় গেছে জড়িয়ে।