সৌরভ ভট্টাচার্য
12 August 2014
কত প্রাচীন যুগে মানুষ দেহকে আবৃত করেছিল
পশুচর্মে
তার নাম ছিল নিয়েণ্ডারথাল
হাজার হাজার বছর আগের কথা,
তার নগ্ন দেহতে এসেছিল লজ্জাবোধ।
পশুচর্মে
তার নাম ছিল নিয়েণ্ডারথাল
হাজার হাজার বছর আগের কথা,
তার নগ্ন দেহতে এসেছিল লজ্জাবোধ।
ইতিহাস আরো এগিয়ে এল
মানুষ নগ্ন আত্মাতে বোধ করল লজ্জা,
তৈরি হল ধর্মতত্ব, নীতিতত্ব, সমাজতত্ব।
নিজের আচরণকে করল সজ্জিত, মার্জিত-
জন্ম নিল সভ্যতা।
মানুষ নগ্ন আত্মাতে বোধ করল লজ্জা,
তৈরি হল ধর্মতত্ব, নীতিতত্ব, সমাজতত্ব।
নিজের আচরণকে করল সজ্জিত, মার্জিত-
জন্ম নিল সভ্যতা।
আজ আধুনিকোত্তর যুগ
থেকে থেকে দুই লজ্জাই হয়ে পড়ছে শিথিল।
ইতিহাসের পুনরাবৃত্তি না অভিব্যক্তির নতুন কৌশল?
দেহের নির্লজ্জতায় না হয় চোখের পাতাই ঢাল।
কিন্তু আচরণের বর্বরতায়?
থেকে থেকে দুই লজ্জাই হয়ে পড়ছে শিথিল।
ইতিহাসের পুনরাবৃত্তি না অভিব্যক্তির নতুন কৌশল?
দেহের নির্লজ্জতায় না হয় চোখের পাতাই ঢাল।
কিন্তু আচরণের বর্বরতায়?
আত্মহনন না আত্মসংশোধন?
কি বলেন ডারউইন?
কি বলেন ডারউইন?