সৌরভ ভট্টাচার্য
4 July 2022
যা ভেঙে গেল
তা মোহ ছিল
যে চলে গেল
সে ছলে গেল
আঘাত বাজলো
আঘাত লেগে
দরজা খুলল
যে দরজাটা
দু'দিক থেকে বন্ধ ছিল
বাতাস এলো
আলো এলো
যে চলে গেল
সে জাগিয়ে গেল
এখন এদিক ওদিক
শূন্য শূন্য
শূন্য ঘরে
এই যে আমি
এই তো আমি
শূন্যতা তবে কিসের জন্য?
শূন্য নেই
শূন্যতা নেই
এদিক থেকে বাতাস এসে
ওদিক বেয়ে বয়ে চলেছে
মর্মরধ্বনি পাতায় পাতায়
শোক দূরে যাও
ব্যথা দূরে যাও
সুখের চরা ভরাডুবি
দুঃখের জলায় অভয়ারণ্য