সৌরভ ভট্টাচার্য
29 January 2015
কথা বলার দরকার নেই
একটু বসতে তো পারিস
ভাল লাগে তো সব কিছু তা হলেই
ঝুল নোংরা লাগে না
ধূলোতে অসুবিধা লাগে না
আঁচের ধোঁয়ায় চোখ তো জ্বলে, রাগ হয় না
শুধু তুই পাশে বসলেই
কিছু দেখার নেই
তবু তাকাতে তো পারিস
আমার সব কষ্ট মেটে এক পলকেই
আমার আয়না ভাল লাগে
আমার নুনে পোড়া খাবার ভাল লাগে
অভাবকে পরী না হোক, রাক্ষসী লাগে না
শুধু তুই তাকালেই
খুব কি বেশি চেয়ে ফেললাম?
তবে থাক