সৌরভ ভট্টাচার্য
19 October 2015
ছায়ার ভিড়ে ভিড়ে সার দিয়ে
মিশে কিছু কথা
ওদের ছায়া পড়ে না
রাতের বেলায় পেঁচার ডাকে
যখন সাদাডানা পরীরা দুঃস্বপ্ন দেখে
হাড় হিম করা ঠাণ্ডা হাওয়া
কবরের গায়ে আঁচড় কাটে
তখন ওই ছায়ারা মুখের ঘোমটা সরিয়ে
আমার চোখের দিকে তাকায়
চোখের তারা সঙ্কুচিত হয়ে বিন্দু হয়
অনর্থক হাসির মধ্যে আশ্রয় খোঁজে
আতঙ্কের রাত