সৌরভ ভট্টাচার্য
31 May 2016
শরীরে মনে আগুন জ্বাললে প্রবল ক্ষুধায়
আত্মত্যাগের অনল শিখা দীপ পেল না
ভিক্ষাপাত্র সম্বল করে পথে নামলে
প্রেমকে বুকে শ্বেতশুভ্র আসন দিলে না
সাগর জলে নাম লিখতে জলে নামলে
ঢেউয়ের সাথে যুদ্ধ হল, জেতা গেল না
বালির বুকে নাম লিখলে, জল ধুয়ে নিল
তবু বুঝলে না,
কোনো ভালোবাসারই মলাট হয় না