Skip to main content


তুমি ভাল থাকলে সে ভাল থাকে
সে ভাল থাকলে ও ভাল থাকে
ও ভাল থাকলে রাম ভাল থাকে
রাম ভাল থাকলে শ্যাম ভাল থাকে
শ্যাম ভাল থাকলে যদু ভাল থাকে
যদু ভাল থাকলে আমি ভাল থাকি
আমি ভাল থাকলে তুমি ভাল থাকো


এসো ভাল থাকার চেষ্টা করি।

Category