Skip to main content

প্রতিবার আবর্তটার বুক আঁকড়ে
      চীৎকার করে প্রশ্ন করি -

      "দরজাটা কোথায়? আমি বেরোব তো!"

আবর্তটা ঘুরেই চলে...ঘুরেই চলে...ঘুরেই চলে

  শুধু আমার প্রশ্নটা
     প্রতিধ্বনিত হয়ে
        আমারই কাছে ফিরে আসে -

   "দরজাটা কোথায়? আমি বেরোব তো!"

আবর্তটা ঘুরেই চলে..ঘুরেই চলে...ঘুরেই চলে..

   নিঃস্পৃহ... নির্মম.....

Category