যে মেয়েটা মার খেয়ে এলো
কে সে?
মেয়ে নয় গো মেয়ে নয়
হিজড়ে হিজড়ে হিজড়ে
মা কাঁদে কেন মেয়ে মেয়ে বলে?
বা রে বা, লজ্জা নেই?
সমাজ নেই? ধর্ম নেই?
তাই মা কাঁদে মেয়ে বলে
লোককে ওসব বলতে নেই
বলতে নেই, বলতে নেই
পালিয়ে ছিল?
আর না তো কি?
কোথায় কোথায়?
দীঘায় দীঘায়
সঙ্গে নাকি পুরুষ ছিল?
আর না তা কি
সমাজ বলো
ধর্ম বলো
অবতার বলো
নীতি বলো
কে রেখেছে?
পুরুষ মানুষ
সেই তো বলো!
তা তো বটেই
তা তো বটেই
তবে নাকি ওদের ভালোবাসা ছিল?
কেমন করে হবে রে ভাই
কোন অঙ্গে জন্মাবে তাই
ভালোবাসার কি নীতিমালা নাই?
তা তো বটেই
তা তো বটেই
বেশ হয়েছে উচিত শিক্ষা
এবার ট্রেনে মাগুক ভিক্ষা
যার যেখানে জায়গা রে ভাই
তার তো নিজের বোধ থাকা চাই!
তা তো বটেই
তা তো বটেই
তা এমন মার
পুলিশে যায়নি?
তোমায় যে কেন যমে নেয়নি?
এলে নাকি বিদেশ থেকে?
হিজড়ের মার,
পুলিশে লেখে?
আর লেখেই যদি
কে বা যাবে?
লজ্জায় সে মান খোয়াবে
কি এমন মার খেয়েছে গো
মরে নি যে
বেঁচে এসেছে তো
সে পুরুষের দয়ার শরীর
ভালো লোক কি একেবারে নাই!
সে তো আছেই
সে তো আছেই
আমরা তো ভাই হেসে বাঁচি নে
দিনকালে আর কত যে দেখি
তাও জানিনে, তাও জানিনে
হিজড়ে গেল প্রেম করতে
দীঘার সমুদ্দুরে
আধমরা হয়ে ফিরে এল ভাই
আমাদের
পেটে গেল খিল ধরে
হো হো হো হো
কি যে হাসি কি যে হাসি
এদের মড়ক লাগলে
তবেই বাঁচি
সমাজের সব আবর্জনা
একটা নিয়ম করে
দূর কর না
দূর কর না
দূর কর না