সৌরভ ভট্টাচার্য
5 March 2017
কেউ যেন খানিক পরেই উঠবে কন একটা ছাদে, বাড়ির সবার খাওয়া হয়ে যাওয়ার পর নিজে খেয়ে, ভিজে কাপড় মেলতে, কিম্বা শুকনো কাপড় তোলার আছিলায় কিছুক্ষণের জন্য একা হতে, নিজেকে খুঁজে পেতে...একটু সময় নিজের জন্য, মাদুরের মত নিজের অতীতকে হয় তো সামনে মেলে....কিম্বা দমিত, অপূর্ণ ইচ্ছাগুলোকে খাঁচা থেকে মেলে কিছুক্ষণের জন্য ধোঁয়া ধোঁয়া আকাশটায় উড়িয়ে....আবার তো নামতে হবে, বিকালের চা বানাতে হবে না!
(ছবিঃ যশোধারা রায়চৌধুরী)