সৌরভ ভট্টাচার্য
1 August 2018
আবার সেই ভুল!
একই ভুল
ইতিহাস তুমি ক্লান্ত হও না,
একই ছবি বারবার দেখতে দেখতে?
ঝরণার প্রথম থেকে শেষ পর্যন্ত
একটা নদীর সম্ভাবনা থাকে
তাকে বাধা দিলে সাগরের অভিশাপ লাগে
কেন বারবার ভুলে যাও
কেন বারবার ভুলে যাও
ঝড়ের বাতাস শুধু দুর্যোগ নয়
শুকনো পাতা ওড়ানো কালবৈশাখীও হয়
(আমার এত দূর থেকে উদ্বিগ্ন হওয়া ছাড়া কিছু করার নেই হয়ত। নিরীহ প্রাণ বিপন্ন হলে আমি নীতি-ধর্ম-কৌশল কিচ্ছু বুঝতে পারি না। যেখানে ক্ষমতা মোহ কবলিত উন্মত্ততা সেখানে তার নির্লজ্জতা আরো ভয়ংকর, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক। বিপন্নতার কোনো দেশ হয় না, ধর্ম হয় না, বিপন্নতা শুধু বিপন্নতাই )