Skip to main content

সব আড়ি-ভাব
সব রঙপেন্সিলগুলো
প্রজাপতি ধরার জাল
লুকানো বিচুটি পাতা

ফিরিয়ে নাও

আমায় শুধু বলো
আবার কবে সবাই খেলতে আসবে?