আবার একটা মৃত্যু! না ইতিহাসের দৃষ্টিতে নতুন কিছু না। শুধু ইতিহাসের গতিপথটা বুঝছি না।
বার্টান্ড রাসেলের দুটো উক্তি ভীষণ ভাবে মনে আসছে। ওনার জীবনের একদম শেষের দিকে একটা টেলিভিশন সাক্ষাৎকারে, ওনাকে আগামী প্রজন্মের জন্য কিছু বলতে বলা হয়েছিল (ইউটিউবে প্রাপ্য)।
উনি বলেছিলেন, আমি দুটো কথা বলব, একটি যুক্তির আরেকটি অনুভূতির।
যুক্তির কথাটা হল, যা Fact শুধু তাকেই জীবনে স্বীকার করা।
আর অনুভূতির কথাটা হল, সহনশীলতা। পৃথিবীতে কখনোই সব মানুষ সহমত পোষণ করবেন না। ভিন্ন মতের অস্তিত্ব থাকবেই। তাকে সহনশীলতা দ্বারা গ্রহণ করা। আরো বললেন, Love is wise and hatred is foolish (or stupid).
অন্য কোনো একটা লেখায় বলেছিলেন, 'সমস্যাটা হল মূর্খরা সব বিষয়ে ভীষণ নিশ্চিত, আর জ্ঞানীরা সংশয়ে।' কি খাঁটি কথা!
বিশ্বাস অনেকটা বাড়ি তৈরী রডের মত। যদি বাড়ি তৈরীতে পুরোটা লেগে গেল, তো ভাল। যদি পুরোটা না লেগে বেরিয়ে থাকল তো অকারণে খোঁচাখুঁচি আর রক্তারক্তির কারণ হয়ে থেকে যায়।