Skip to main content

আমি না থাকার পরও

   সব থেকে যাবে

আকাশের নীলরঙ

   মাটির সোঁদা গন্ধ

       রবীন্দ্রসংগীত

           পান্নালালের শ্যামাসংগীত

শুধু না

এই মোবাইলের টাওয়ার

  এই পিচঢালা রাস্তা

       স্কুলবাড়ি, রেললাইন

             ফ্ল্যাটের পরে ফ্ল্যাট

                চায়ের দোকান

                    মুদির দোকান

                            ইত্যাদি

  সব

      থেকে যাবে

এ বড় নতুন কথা কিছু নয়

তবু পরজন্ম বলে যদি কিছু হয়

   মাকে বলব আবার এসো

         আর সে প্রিয় মানুষটাকে বলব

                   আরেকবার এসো

মেঘের ছায়ায়

  টলটলে দীঘির জলের মত

           আবার খুশী হই

মানুষের গায়ের গন্ধ লাগা বাতাসে

         আবার ঢেউ উঠুক আমার বুকে

Category