sumanasya
28 November 2023
আমি না থাকার পরও
সব থেকে যাবে
আকাশের নীলরঙ
মাটির সোঁদা গন্ধ
রবীন্দ্রসংগীত
পান্নালালের শ্যামাসংগীত
শুধু না
এই মোবাইলের টাওয়ার
এই পিচঢালা রাস্তা
স্কুলবাড়ি, রেললাইন
ফ্ল্যাটের পরে ফ্ল্যাট
চায়ের দোকান
মুদির দোকান
ইত্যাদি
সব
থেকে যাবে
এ বড় নতুন কথা কিছু নয়
তবু পরজন্ম বলে যদি কিছু হয়
মাকে বলব আবার এসো
আর সে প্রিয় মানুষটাকে বলব
আরেকবার এসো
মেঘের ছায়ায়
টলটলে দীঘির জলের মত
আবার খুশী হই
মানুষের গায়ের গন্ধ লাগা বাতাসে
আবার ঢেউ উঠুক আমার বুকে