Skip to main content
sourav

আমার ভালোবাসা, স্বপ্ন, আশা সব ব্যর্থ হয়েছে। তবু কেন নিজেকে সার্থক ভাবি জানো? কারণ সব ব্যর্থতার সাক্ষী যে আমি, সে এখনও আমায় ছেড়ে যায়নি। আমরা দু'জন আজও পাশাপাশি হাঁটি। সব রাস্তাটুকু জুড়ে বিষাদকাব্য নয় গো। আমাদের রক্তাক্ত পায়ে যে ধুলো, সে ধুলোর নাম রেখেছি আমরা আশাকমল। সব ব্যর্থ হওয়ার পর যে আশা জেগে থাকে, সে অপার্থিব। করুণামাখা স্বরে, সে মায়ের মত ডেকে বলে, আশা মানে ভোরের আলো শুধু নয় রে, সে গভীর বর্ষার রাতে, তারাহারা মেঘের কান্নাও। আশার জোরেই কান্না ঝর্ণার মত নামে। সব ক্ষোভটুকু ধুয়ে জেগে ওঠো। ক্ষোভহীন চিত্ত যে সুগন্ধ বয়ে আনে, সে বাতাসের বিপরীতে গিয়েও ক্লান্ত শ্রান্ত পথিককে বলে, ওঠো, জাগো, রাস্তা ফুরায়নি এখনও, মাঝপথে ফুরিয়ে গেলে চলে?!

 

(ছবি Aniket)