Skip to main content


ওরে কামড়ে থাক, ওরে আরো শক্ত করে ধর
তোর পায়ের তলার মাটি, ওতে বিশ্বাস রাখ
সব ছাড়, নিজের জেদটা ছাড়া,
আরো শক্ত করে ধর
কানে তুলো গুঁজে দে, বীজ ভেদ করে দেখতে শেখ গাছটাকে।

যা জল আন, মাটি পাট কর,
হাতে-পায়ে-গায়ে কাদা লাগুক,
গান ধর
আর শেখানো গান না।
মেঠো সুরে গা, রাগ রাগীণিরা বেরোবার পথ ধরুন,
খুব হয়েছে, ঘুম পাড়িয়েছে অসময়ে।

এবার চল সবার সাথে মেলায় যাই,
যারা আসতে পারে নি
তাদের বাড়িও যাব, ওবেলায়
এখন চল মেলায় যাই
চল চল, পা চালা
ওই শোন হই রই রই-
ওই শোন মানুষের গলার আওয়াজ
ওরা বেঁচে আছে
কি আশ্চর্য্য না!
এত কিছুর পরেও ওরা বেঁচে আছে, বেঁচে থাকে,
আয় আয় ভাই, আর দেরি করিস না
আয় আয় আয়

Category