রাজারাম বসে দরবারে। হঠাৎ খবর এলো একদল মানুষ এসেছে মর্ত্যলোক থেকে। রাজারাম ডেকে পাঠালেন। নতুন প্রাসা
নতুন রঙের গন্ধে ম ম করছে চারিদিক। দামী দামী পাথর এসেছে দেশ বিদেশ থেকে।
সভায় ঢুকল কিছু মানুষ। ভাঙাচোরা হাত পা। রক্তাক্ত শরীর। সভায় প্রত্যেকের মৃত্যুর সময় ঘোষণা করা হল। সদ্যকার ঘটনা। গাড়ি চলে গিয়েছে ওদের উপর দিয়ে।
রাজারাম জিজ্ঞাসা করলেন, চালক সজ্ঞান ছিল?
উত্তর এলো, হ্যাঁ প্রভু।
চিন্তিত মুখে রাজারাম বললেন, কি আর্জি তোমাদের? উপযুক্ত শাস্তি চাও তো?
তারা কাতর স্বরে বলল, না প্রভু। সে আর্জি করে আপনাকে ধর্মসঙ্কটে ফেলব না। আপনি অনুগ্রহ করে একটাই বর দিন।
রাজারাম ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কি?
তাদের মধ্যে কনিষ্ঠতম যে, যে কুড়ির গণ্ডী পেরোয়নি মর্ত্যলোকে, সে বলল, প্রভু আমাদের আরেক জোড়া চোখ মাথার পিছনের দিকেও দিন। যাতে অন্তত ঘাতকের মুখটা স্পষ্ট দেখতে পারি। ব্যস আর কিছু না।