Skip to main content

তোমায় বলা কথাগুলোর আড়ালে, আমার না বলা কথাগুলো আছে।
বোঝো তুমি?

সারাদিন দূরে থাকার অভিনয়ে
কাছে থাকতে চাওয়ার কাঙালপনা ধরা পড়ে তোমার চোখে?

তুমি পাশে আসলে আমার বেহায়া মনের তীক্ষ্ণ দৃষ্টিকে ছদ্ম শালীনতায় ঢাকি।
দেখতে পাও?

যদি বুঝে থাকো-
তবে দোহাই,
আমায় বুঝতে দিও না তুমি বুঝেছ।
এই আড়াল আমার অহংকার
আমি কি জানি না, কি নিঃস্ব আমি!
তবু দূরেই থাকো, আমার লজ্জা রাখো।

Category