Skip to main content

 

সব গুছিয়ে তবে যাব। এ হয় না। যখন ডাকবে তখনই যাব। সব লড়াইয়ের শেষে রাজা হতে চাইব না। পুরস্কারও না। দাস হব। ভিখারির বেশে যাব। ডাকলেই যাব।

বারোমাস দুচোখের পাতা এক করে ঘুমের অতলে ডুবেছি দুই হাত আলগা করে, সব স্নায়ু বিছিয়ে দিয়ে দ্বন্দ্বহীন। অনির্বচনীয় ভরসায়।

সে ভরসায় পা বাড়াব। কোনো নির্দিষ্ট পরিচয় না জেনেই। আমার পেছনে পেছনে আসবে যে - সে আমার আগের যিনি তাকে চেনে। জানার আগেই। মধ্যের আমি, জানার সব আস্ফালন শান্ত করে, ধীরে ধীরে এগোতে এগোতে বলব, মহাকাল, তোমার ছন্দ না শিখে মুক্তি নেই কারো। এক বিন্দু জলকেও সমুদ্রের ছন্দ শিখে নিতে হয় অবশেষে, নিজেকে লীন করে, মহাকাশের প্রতিচ্ছবি বুকে ধরে।

সব গুছিয়ে যাব - এ মোহ নেই আর। ডাকলেই যাব। আমি শিখেছি তোমার ছন্দ। অগোছালো এ সংসারে ওহে অচ্যুত, আমি প্রস্তুত।