সৌরভ ভট্টাচার্য
23 April 2015
কি আশ্বাসে তাকাবো তোমার মুখে?
বিকালের পড়ন্ত রোদ বটগাছটার মাথায়
শুকনো কিছু পাতা ডাল ছড়ানো মাটিতে
এতো বিষন্ন কেন তোমার মুখ?
সারাদিনের সাজানো প্রদীপ ভেঙেছে?
আলগোছে রেখেছিলে হয়তো বা
কিম্বা হয়তো ওদের ভাঙারই ছিল আজ।
উঠে এসো
সামনের পুকুরটার পাড়ে গিয়ে বসো
দেখো একটু পরেই জ্বলবে সন্ধ্যাতারা
সে তোমারও সন্ধ্যাতারা, আমারও।
মাঝে মাঝে নিজের উঠানে এসে দাঁড়াও
তুমি শুধু তোমার একার তো নও
আকাশের নীলে চোখ ডুবিয়ে দেখো
যতদূর দেখা যায়
তোমার ভিতরেও একটা আকাশকে পাবে
ওরই মত বিশাল শান্ত উদার
শান্ত হবে তৃপ্ত হবে মুগ্ধ হবে
মনে রেখো,
তুমি শুধু তোমার একারই তো নও
কেনো আনো বিষন্নতা?
(আজ আচার্য্য শঙ্করের জন্মতিথি। যিনি সীমার মাঝে অসীমকে প্রতিদিনের জীবনে উপলব্ধি করতে মানুষকে আহ্বান জানিয়েছেন মহাকাশের আঙিনায় বারে বারে। তাঁর চরণে শ্রদ্ধার্ঘ্য স্বরূপ এ লেখা)