Skip to main content

মন্দির প্রতিষ্ঠা হল

   ন্যায় প্রতিষ্ঠিত হল না

 

হাথরাসকে বিচ্ছিন্ন করা হল

   সারা বিশ্বের ধিক্কার আটকানো গেল না

 

গোপনে পুড়িয়ে, আগুন নিভিয়ে নিশ্চিহ্ন করা গেল

    সারাদেশ জুড়ে দাবানল থামানো গেল না

 

কপট স্বার্থলোভী বিরোধী যারা,

     দলিতকূলে জন্ম যাদের

     কপট দ্রোহীর সাজুগুজু করে

   বিশ্ববিদ্যালয় মঞ্চ কাঁপাচ্ছিল

আজ রাস্তায় তাদের টিকিটাও পাওয়া যাচ্ছে না

 

ন্যায়ের বিরোধীর আস্ফালন চিরকাল বড় উগ্র

   অহিংসা মন্ত্র শুদ্ধ-বীর চিত্তের সম্বল

আজ মহাত্মা কোনো অভিনন্দন নিচ্ছে না

 

একজন ভীষণ অহংকারী মানুষ

  ভীষণ ভয় পেয়ে সমস্ত রাজ্যকে দুর্গ বানিয়ে আড়ালে, লুকিয়ে

     কিছুতেই চোখ খুলছে না

 

সারাটা দেশ, আর কোনো ভ্রান্তিতে ভুলছে না

      আজ মহাত্মা কোনো ফুল নেয়নি গান্ধীঘাটে

         ঘোলা চোখ তোমাদের

           এ সহজ সত্যটা দেখতে দিচ্ছে না

Category