Skip to main content

হতে চাইলে আদর্শ
হলে পাঁচিল,
  আমায় আকাশ, মাঠ কিচ্ছু দেখতে দিলে না

হতে চাইলে ভীষণ ঠিক, তুলাযন্ত্রের মত,
প্রতিপদে আমায় প্রমাণ করলে ভুল, ভুল আর ভুল।

বললাম আমায় স্বাধীনতা দাও
   তুমি আঁতকে উঠে ভাবলে
        আমি হলাম উচ্ছৃঙ্খল, বেয়াদব, স্বার্থকামী, অবিবেচক, কৃতঘ্ন।

এখন আমাদের চারদিকে বিরাট পাঁচিল
তুমি ভাঙতে চাইলে না
আমিও আজীবন ভাঙতে চাওয়ার ইচ্ছাটা চাইতে পারলাম না,
তুমি বললে, আমার ভালোর জন্যেই এ পাঁচিল,
আমি বললাম, তোমার ভীরু ভালোবাসাই এ পাঁচিল।

দিন গেল। স্বর বদলালো। সুর বদলালো।

আমি তোমার সুখের জন্য ছাঁটলাম ডানা
তুমি আমার সুখের জন্য ছাঁটলে আকাশ

এখন আমরা দুজনেই বিশ্বাস করি
  আলোচনা করি - আসলে পাঁচিলের ওদিকে কিচ্ছুটি নেই, ওদিকে সবাই বোকা।

আজকাল এতটাই আত্মবিশ্বাসী আমরা।

Category