sumanasya 8 August 2025 আজ বাইশে শ্রাবণ আত্মশুদ্ধিকরণের দিন যেখানে যত অনমনীয় ঔদ্ধত্য যেখানে যত ধৈর্যহীন আস্ফালন যেখানে যত বিবেচনাহীন আস্কারা তাদের বলা, সরে দাঁড়াও এ চিত্তে তাঁর অস্তাচলের আলোর প্রার্থনা আজ আমার আভূমি নত হওয়ার দিন আজ আবিলতার যাতনা মুক্তির দিন Category কবিতা Log in or register to post comments1 view