Skip to main content

তোমার ঝুড়িতে সাজানো
শেষ গোলাপি কুঁড়িটা আমায় দিয়ো
ওরা শিশিরে ভেজা নয়, জানি
 চাঁপাকলের জলে ভেজানো।
ভূগর্ভস্থ জলে সিক্ত
   ওদের কোমল শেষ শরীরটা বেচো না,
          আমায় দিয়ো
আমি ফুল ফুটিয়ে তোমার হাতে দেব।
     তুমি কুঁড়ি বেচতে বেচতে - 
         ফোটা ফুল দেখোনি কতদিন।

আজ অন্তত হাতে করে নিয়ে যেয়ো
  সে সদ্য ফোটানো অসম্পূর্ণ ফুল, 
      বাড়ির শিশুটার হাতে দিয়ো
    শিশিরে ভেজা না
      না হয় চাঁপাকলের জলে ভেজা ফুলটা দেখেই
            একবার হাসুক শিশুটা

      তুমি কোলে তুলে একটা চুমু দিও ওকে
           সে-ই তোমার বরাদ্দ স্বাধীনতা


 

Category