সৌরভ ভট্টাচার্য
23 June 2021
অতিমারীর প্লাবনে
সদ্য মা হারা
বাচ্চা মেয়েটা
ঘরের সব আলোগুলো জ্বেলে
দাঁড়িয়ে ঝুলবারান্দায়
একা
প্রাচীন শোক
নিজেকে অনুবাদ করছে
শৈশবের ভাষায়
বিষণ্ণ বাড়িটার গায়ে
নির্লজ্জ দীপ্তি,
অপ্রস্তুত চাঁদ
নীড়ে ফিরতে চাওয়া
পাখিদের ডানার আঘাতে
শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে
আদিম অনন্ত আকাশ