sumanasya
13 October 2022
রোদ্দুরের মধ্যে দিয়ে ট্রেনের হলুদ কামরাগুলো গেল দৌড়ে
পিছনে পিছনে দৌড়ালো আমার মন
সবটা না। কিছুটা মন থেকে গেল ওভারব্রিজের উপর।
সবটুকু মন নিয়ে হারিয়ে যেতে পেরেছে কে কবে চিরটাকালের জন্য?
থেকে যাওয়া মন ডাক পাঠালো, বলল,
"ফিরে আয়। পাপোশে পা মুছে ঘরে ঢোক"।
রাস্তার ধুলো পাপোশে রেখে
ঘরের মেঝেতে পা রাখল সংসারী মন
রোদ্দুর মাখা মন খারাপ নিয়ে
আধখানা মন তারপর থেকে
মাঝে মাঝেই গল্প শোনায়
রান্নাঘর, শোয়ারঘর, বসারঘর, নাইবারঘরকে,
হারিয়ে যাওয়ার,
আধখানা মনের
আধখানা হারিয়ে যাওয়ার গল্প
পুরো মন নিয়ে কে-ই বা সংসারে
আটকে থেকেছে চিরটাকাল!