সৌরভ ভট্টাচার্য
22 July 2017
আমাকে এত স্থির, এত নির্দিষ্ট কিছু বোলো না
আমার ভয় করে
আমি নিজে তো কিছু স্থির নির্দিষ্ট নই
এক বিন্দু জলের মত
মেঘ পিছলে আকাশ থেকে পড়ছি
পড়ছি পড়ছি পড়ছি
আমার কোনো আকার নেই গন্তব্য নেই
জানো তো
অকারণ কানের কাছে আগাম সমুদ্রের গল্প বোলো না
আমার ভয় করে
আমি মরুভূমির বুকেও মিলিয়ে যেতে পারি
যেতেই পারি
আমার মত করে
কি হবে অকারণ অন্যকে খুঁড়ে
নিজের চেহারা বার করার চেষ্টায় লেগে থেকে
আমি আমার শূন্যে যবনিকা টানতেও তো জানি
আমার ভয় করে
আমি নিজে তো কিছু স্থির নির্দিষ্ট নই
এক বিন্দু জলের মত
মেঘ পিছলে আকাশ থেকে পড়ছি
পড়ছি পড়ছি পড়ছি
আমার কোনো আকার নেই গন্তব্য নেই
জানো তো
অকারণ কানের কাছে আগাম সমুদ্রের গল্প বোলো না
আমার ভয় করে
আমি মরুভূমির বুকেও মিলিয়ে যেতে পারি
যেতেই পারি
আমার মত করে
কি হবে অকারণ অন্যকে খুঁড়ে
নিজের চেহারা বার করার চেষ্টায় লেগে থেকে
আমি আমার শূন্যে যবনিকা টানতেও তো জানি