Skip to main content

ভালোবাসা একটা বহুতল আবাসন
        আবাসন? না শপিং কমপ্লেক্স?

প্রতিটা ঘরে, প্রতিটা ফ্লোরে কি প্রচণ্ড ভালোবাসা
     সবাই যেন মহড়া দিচ্ছে, 
কোথায় কবে যেন হবে অসম্ভব রকম প্রতিযোগিতা

দু'হাতে একটা শরীরকে জাপটিয়ে 
পাগলের মত দু'জোড়া চোখ 
     খুঁজছে আরেকটা শরীরের দক্ষতা

"কমিটমেন্ট? ও তো ডিমানিটাইজেশানে হারানো শব্দ!"

 "মন আছে না....মন? 
    মন মানে কি জানো?
 মন মানে -
    ক্ষোভ অশান্তি অভিযোগ"

অ্যাডজাস্টমেন্ট?
  "উফ্, মানে 'ভালো আছি' র অভিনয় তো?
            পারি তো!"

 "আমাকে সরিয়ে, আমাকে কমিয়ে ভালোবাসা?!
     আমার ক্ষমতায় বাধে, রুচিতে বাধে, 
    ভীতু তো নই! আমায় মহাকাশ ঢাকা লালসা!"

ভালোবাসা মানে শপিং কমপ্লেক্স
    এদের ছাদে যাওয়ার কোনো দরজা নেই? 
  খুঁজছি একটা আকাশে ডোবা নীল চোখের ভরসা

Category