Skip to main content
সময়, সময় সময় বেকুব বানিয়েছে। ভাগ্যও সময় সুযোগ বুঝে প্যাঁচ কষেছে আচ্ছা করে। নিজের হাতে লালিত-পালিত বিশ্বাসের মৃতদেহ সাদা চাদরে ঢেকে সৎকার করেছি, সেই লালন-পালন করা হাতেই। যে গাছের বীজ জেনে পুঁতেছি, জল দিয়েছি, সার দিয়েছি - অন্য গাছ হয়েছে, কখনও এমন বিষাক্ত...
        তবু এরাই কি শেষ কথা? না তো। বর্ষায় জলে ডুবে যাওয়া ঘরদোর ছেড়ে পিঁপড়ের দল কেমন ডিমগুলো মুখে করে দেওয়াল জুড়ে বসে থাকে দল বেঁধে.....সব কটা বাচ্চা মরে যাওয়ার পরও কুকুরটা কিম্বা বেড়ালটা খাবার খুঁজতে বেরিয়েছে দেখেছি তো, অথচ নিজের সবটুকু উজাড় করে কি প্রাণপণ চেষ্টা করেছিল বাঁচিয়ে রাখতে বাচ্চাগুলোকে!
        আর মানুষের কথা? থাক। সে তো ঢেউয়ের পর ঢেউয়ের গল্প। ফুরাবে না। তবে? 
        তবে আর কি, অধ্যায়ের পর অধ্যায় পার করে চলা। সব অধ্যায় তো আর উপসংহার নয়!