Skip to main content

 

কোনো বিদ্যাই ভালোবাসার শুদ্ধি ছাড়া সম্পূর্ণ হয় না। এক বিদ্যা সেতু নির্মাণের সূত্র দিতে পারে। আর এক বিদ্যা সেতুকে ধ্বংস করার। কিন্তু এ সবের থেকে শ্রেষ্ঠ বিদ্যা ভালোবাসাকে শুদ্ধি করার তপস্যা। যাতেই মঙ্গল। যাতেই স্থিতি।

ভালোবাসাহীন মানুষ হয় না। কিন্তু সে ভালোবাসা হেলায় নষ্ট হয়। এদিক ওদিক স্বার্থসিদ্ধির কাজে লাগিয়ে লাগিয়ে তার ধারভার ঔজ্জ্বল্য সব নষ্ট হয়। কবি বলেছিলেন, জ্ঞানের বিহনে প্রেম নেই। বলেছিলেন, জ্ঞান নেই আজ পৃথিবীতে। এ জ্ঞান, সেই বিশুদ্ধ জ্ঞানের কথা। যে শুদ্ধতায় জ্ঞান আর প্রেম একই কথা। উইজডম আর ইন্টেলিজেন্স সমার্থক শব্দ বার্ট্রান্ড রাসেলের ভাষায়। কিন্তু কে দেবে আলো? কেউ দেবে না। অপেক্ষায় বসে থেকে লাভ নেই। যতটা আলো দরকার তার সরঞ্জাম হৃদয়ে মজুত আছে। দরকার খানিক আত্মবিশ্বাস। আমি পারি - এটুকু বিশ্বাস। দপ করে জ্বলে উঠবে আলো। শুদ্ধজ্ঞান, শুদ্ধভালোবাসা ছাড়া গতি নেই আমাদের। সেই হল পূর্ণ বিদ্যা। সেই আলোর দিকে তাকিয়েই আমাদের ছোটো ছোটো পায়ে এগোনো। পরবর্তী প্রজন্মকে সেইদিকেই ফিরতে বলা। কিন্তু সে বলা ভাষা দিয়ে হয় না। সে শিক্ষা ‘'ইনস্ট্রাকশন’ নির্ভর নয়। কনস্ট্রাকশন নির্ভর। নিজের মধ্যে নিজেকে আলোয় গঠিত না করলে ভাষার চাতুর্যে সে কাজ হয় না। তপস্যা, ত্যাগ ইত্যাদি যাই বলি না কেন, আদতে কথাটা হল স্বেচ্ছায় কষ্ট স্বীকার করে নেওয়া। কষ্ট না পেয়ে এ পথ পেরোনোর উপায় আছে কি আর কোনো? নেই।

আজ বসন্ত পঞ্চমী। আজ সেই সম্পূর্ণ বিদ্যার দিকে তাকাই, জোড় হাতে প্রার্থনা করি - আমাকে অসত্য থেকে সত্যে নিয়ে যাও….আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাও….আলোকিত হোক জীবন। মরণ।