Skip to main content
শীতকালে আমার ভীষণ ভয়
   শীতকাল যেন ICU এর ঠাণ্ডা ঘর
দু নম্বর বেডে মা
শীতকাল যেন কোমাচ্ছন্ন
   মাথার কাছে জানলা
      জানলা দিয়ে অসীম আকাশ
            দাঁড়িয়ে রথ
 
শীতকাল যেন পয়লা জানুয়ারি
   নতুন সূর্য ICU এর দু নম্বর বেড ছুঁয়ে
      বুকের ভিতর পাড় ভাঙার শব্দ ঢাকছে
          রাস্তার মোড়ে DJ
 
শীতকাল যেন ৩রা জানুয়ারি
    মধ্যরাত। কুয়াশা ডিঙিয়ে ফোন
"হাস্পাতাল থেকে বলছি,
        একবার আসুন তাড়াতাড়ি"
 
শীতকাল তাই রাতে ছুটে চলা গাড়ি
    চন্দন ফোঁটা, ধূপের গন্ধ,
 
        সবার সাথে চিরকালের 
      আড়ি আড়ি আড়ি
 
 

Category