Skip to main content
কিছু কিছু জন্মদিন লজ্জা দিয়ে যায়
কার যেন নিহত স্বপ্নগুলো হেঁটে বেড়ায়
          মাথার অলিতে গলিতে
আঙুল তুলে দেখায় চারিদিক ফোঁপানো অভিমানে
কান্না এসে গলায় থামে
 কার দীর্ঘশ্বাস কানের কাছে ফেরে -
 সব উৎসব থামাও
         আমি এ চাইনি চাইনি চাইনি


Category