সৌরভ ভট্টাচার্য
19 August 2017
এই ভিডিওটা আগেও দেখেছিলাম। দেখাটা সেদিন মিলে গেল ১৫ই অগাস্টের কলকাতার এক টুকরো ছবিতে। এসপ্ল্যানেডের একটা ক্রসিং দাঁড়িয়ে ছিলাম। মাইকে বেশ কিছুক্ষণ ধরে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোনো অনুষ্ঠানের আওয়াজ ভেসে আসছে। কানে আসছে, কিন্তু মনে ঢুকছে না।
সেই মাইকেই হঠাৎ জাতীয় সঙ্গীত শুরু হল। বাচ্চারা গাইছে। মনটা আটকে গেল শ্রবণেন্দ্রিয়ের সাথে।
সামনে একজন ট্যাক্সি ড্রাইভার একটা টুলে বসে চা খাচ্ছিলেন আর পেপার পড়ছিলেন, সামনে তার ট্যাক্সিটা দাঁড় করানো। তিনি উঠে দাঁড়ালেন। হাতদুটো পিছনে জোড় করে দাঁড়িয়ে গাইতে শুরু করলেন। আশেপাশে বহু পথচারীকেও দেখলাম হাঁটতে হাঁটতেই জাতীয় সঙ্গীতের শব্দগুলো উচ্চারণ করছেন। কিছুটা যেন নিজের অজান্তেই।
চোখটার সাথে মনটাও ভিজল। এতগুলো মানুষের সাথে একটা সুরে কিছুক্ষণের জন্যে হলেও তো বাঁধা পড়লাম!